নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু।
কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। জানা গেছে, লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের শেখ মশিউর রহমানের স্ত্রী মিনা বেগম (৩০) শুক্রবার (১৮ আগষ্ট) সকালে নিজ বাড়ির টেবিল ফ্যানের সংযোগ দিতে গিয়ে অসাবধানবসত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ধরনের আরো সংবাদ





