পুলিশ, এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে উপজেলার মঙ্গলপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার (২২জুলাই) বিকালে ওই গ্রামে নথু মোল্যার ছেলে বহু অপকর্মের হোতা ইকরাম মোল্যা মোবাইল ফোনের মাধ্যামে একই গ্রামের সুরুজ আলী মোল্যার তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেনুজা বেগম (২৪) ও তার শাশুড়ী গোলজান বেগম (৭০) কে জমিজমার কাগজপত্র দেখার জন্য ডেকে নেয়। খবর পেয়ে ওই দুজন মহিলা ইকরাম মোল্যার বাড়িতে গেলে জমির কাগজপত্র দেখানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইকরাম মোল্যা, তার মা সুফি বেগম, বোন ডলি ও শিউলি পরস্পর যোগসাজশে রামদা ও লোহার রড দিয়ে অতর্কিত ভাবে ওই দুজন মহিলার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।
এসময় হামলাকারীরা ওই দুজন মহিলার পরিহিত প্রায় ৩ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় রাতেই ভুক্তভোগী রেনুজা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে থানায় মামলা দায়েরের ঘটনা জানতে পেরে রবিবার সকালে অভিযুক্ত ইকরাম মোল্যার বড় ভাই কেরামত মোল্যা ও তার স্ত্রী আখী বেগম মামলার বাদীসহ তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি অব্যাহত রেখেছে।
এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন অন্তঃসত্ত্বা মহিলার উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।
এ ধরনের আরো সংবাদ
লোহাগড়ায় আপন চাচাতো ভাই বাবলু শেখকে হত্যা মামলার দুই আসামি র্যাবের হাতে গ্রেফতার
লোহাগড়ায় দিন মজুরকে পিটিয়ে হত্যা
বিএনপি- জামায়াতের সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী আজাদ শেখ নিহত
লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতির নেতৃত্বে হামলা, থানায় মামলা দায়ের।
নড়াইলে চাঞ্চল্যকর বাবলু শেখ হত্যার ঘটনায় ২৭ জনের নামে মামলা দায়ের
নড়াইলে ভাইয়ের হাতে ভাই খুন।


