আসামি, শফিক মোল্যা (৩৫) ইমারত হোসেন মোল্যার ছেলে ও আসামি, আমিন মোল্যা (২২) আয়ূব হোসেন মোল্যার ছেলে। তাদের উভয়ের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে। নিহত এস এম বরকত আলী দক্ষিণ পাংখারচর গ্রামের মৃত আলফু শেখের ছেলে, তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা মোহাম্মদপুর থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্থানীয় পুলিশের সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইলের লোহাগড়া থানার এস আই আশিকুজ্জামানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশি অভিযান চালিয়ে আলোচিত মামলার এজাহার নামীয় ৮ নং আসামি মোঃ শফিক মোল্যা ওরফে শফি দাই, ১১ নং আসামি আমিন মোল্যা ওরফে আমিন দাই পলাতক আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, পুলিশ এলাকাবাসী ও নিহতের স্বজনদের সুত্রে জানা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের এস এম বরকত আলী ওরফে সাহেবের সাথে একই গ্রামের কেরামত মোল্লা ওরফে কুনুর জমি নিয়ে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা বিদ্যমান থাকায় আদালত লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মঙ্গলবার (২৯আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য ভূমি অফিসের নায়েব পংকজ কুমারের উপস্থিতিতে উভয় পক্ষ দক্ষিন পাংখারচর গ্রাম চৌরাস্তা বাজার সংলগ্ন দাই পাড়া সমাজসেবা ক্লাবে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম, আমীন সহ ১০/১২ জনের একদল দুর্বৃত্ত হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এস এম বরকত আলী ওরফে সাহেবকে হত্যা করে। এ হত্যা কান্ডে নিহতের স্ত্রী ফাতেমা খানম বাদী হয়ে শুক্রবার (১ সেপ্টেম্বর) ১২ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং ০১/১৯১)
এ মালায় এপর্যন্ত ১২ আসামির মধ্যে ৪ জন গ্রেফতার ও দু’জন আসামি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তারা নড়াইল জেলা কারাগারে আটক আছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন জানান, দলিল লেখক বরকত হত্যা মামলায় ১২ জনের মধ্যে ৬ জন জেল হাজতে আটক রয়েছে, অন্যান্য পলাতক আসামিদের উন্নত প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ধরনের আরো সংবাদ





