আল ইমরান,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া এলাকায় ১৬ জুন শুক্রবার সকাল ১০ টায় পিক-আপ ও চার্জার ভ্যান সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।নিহত আদিবাসী সাপনী রাণী(৫৫) নওগাঁর মহাদেবপুর উপজেলার খেজুর ইউনিয়নের মধুবন এলাকার বাসিন্দা। আহত মো.বিপ্লব, মো.মাসুদ,আদিবাসী সুরমা রাণী,আদিবাসী কমলা রাণী নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া এলাকার বাসিন্দা। সুত্রে জানা যায়,পিক-আপটি বদলগাছী থেকে নওগাঁ যাওয়ার পথে উত্তর পাইকপাড়া এলাকায় চার্জার ভ্যানকে সজোরে আঘাত করলে চার্জার ভ্যানে অবস্থানরত চালকসহ ৭ জনের মধ্যে ঘটনাস্থলে গুরুত্বভাবে ৫ জন আহত হয়।গুরুত্বরভাবে আহত ৫ জনকে নওগাঁ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথমধ্যে সাপনী রাণী নামে একআদিবাসী নারী মারা যান। আহতদের মধ্যে ৪ জনকে নওগাঁ আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং রন্ধিত ও সাগরি রাণীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সাপনী রাণীর মৃতদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।