,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার

ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার

স্বদেশ বাংলা ডেস্কঃ

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানালেন, বাংলাদেশে ৯০ শতাংশ বাসিন্দা যখন ইসলাম ধর্মের অনুসারী, রাষ্ট্রব্যবস্থার চরিত্রের সংজ্ঞায় ‘ধর্মনিরপেক্ষতা’ রাখা অর্থহীন।

নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে শেখ হাসিনা সরকারের আমলে করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চেয়ে হাই কোর্টে মামলা হয়েছিল। সেই মামলার সওয়াল করতে গিয়ে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা সরাসরি বলে দিলেন বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানালেন, বাংলাদেশে ৯০ শতাংশ বাসিন্দা যখন ইসলাম ধর্মের অনুসারী, রাষ্ট্রব্যবস্থার চরিত্রের সংজ্ঞায় ‘ধর্মনিরপেক্ষতা’ রাখা অর্থহীন। সংশোধনীতে ‘বাঙালি জাতীয়তাবাদ’-এর কথা বলা হয়েছে, যা ধর্মপালনের স্বাধীনতার পরিপন্থী। শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণা করাও হয়েছিল এই সংশোধনীতে। সরকার চায় তা খারিজ করা হোক। সংবিধানে বাংলাদেশে যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছেতা-ও বাদ দেওয়ার  কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

২০০৫-এ খালেদা জিয়া সরকার মেয়াদ শেষে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পরে সেই সরকার অভ্যুত্থানে ক্ষমতা দখলের ঘোষণা করে। দুই প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে বন্দি করা হয়। তবে আন্তর্জাতিক চাপে দু’বছর পরে নির্বাচনের বন্দোবস্ত করতে হয় ওই সরকারকে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সেই নির্বাচনে জিতে সরকার গঠনের পরে ঘোষণা করে, আর কোনও অনির্বাচিত সরকারের হাতে নির্বাচিত সরকার ক্ষমতা তুলে দেবে না। সেই অনুযায়ী সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে তারা। এ দিন ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে জনগণ ও গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে।” অন্য বিষয়গুলি নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “সংবিধানের মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র নয়। আমরা ‘সমাজতন্ত্র’ বাদ দিতে চাই। ‘জাতির পিতা’ নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। এটি পঞ্চদশ সংশোধনীতে জোর করে ঢুকিয়ে এমন করা হয়েছে, তাঁর বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহ মামলা হবে।

১৫ বছর এক টানা শাসন চালানোর পরে শেখ হাসিনা এ বছর ৫ অগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন। প্রাণ বাঁচাতে ভারতে চলে এসেছেন তিনি। সেখান থেকে দু’বার বিবৃতি দিয়েছেন তিনি, সর্বশেষ বিবৃতিটি দিয়েছেন দিন কয়েক আগে জেলহত্যা দিবস উপলক্ষে। কিন্তু এ ভাবে অন্য দেশে বসে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়াকে বাংলাদেশ সরকার ভাল ভাবে দেখছে না বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিদেশ দফতরের মুখপাত্র তৌফিক হাসান। তৌফিক জানিয়েছেন, ঢাকায় ভারতের হাই কমিশনকে তাঁরা অসন্তোষের কথা জানিয়েছেন। তবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ