থানায় মামলা হওয়ার পরেও হুমকির স্বীকার ভুক্তভোগী
স্টাফ রিপোর্টারঃ
মামলার এজাহার সূত্রে জানাগেছে, জেলা সদরের ডেমা ইউনিয়নের ডেমা মৌজার ৭৯৪ নং খতিয়ানের ৩ শতক জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে এলাকার সুলতান আলীর ওয়ারিশগন সীমানা প্রাচীর নির্মাণ, বৃক্ষরোপণ, জমির উপর গোয়াল ঘর নির্মাণ এবং গো-খাদ্য (খড়কুটো) মজুদ করে দীর্ঘ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। কিন্তু গত ২০ জুলাই ওই জমি দাবী করে একই এলাকার আনসার উদ্দিন পাইকের ছেলে জাহিদুল কবির টুকু, জাফর আলী পাইক এর ছেলে আলাউদ্দিন বাচ্চু সহ ২০/২২ জন লোহার রড, শাবল, কুড়াল, হাতুড়ি সহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে ওই জমিতে প্রবেশ করে জমির উপর নির্মিত ওয়াল ভেংগে গাছপালা কেটে জমি দখলে নেওয়ার চেষ্টা করে। অভিযোগকারীর চাচা নওশের আলী পাইক ঘটনাস্থলে বাধা প্রদান করলে তারা তাকে খুন জখমের হুমকি দেয়।
সন্ত্রাসী কার্যক্রমের বিষয়টি ৯৯৯ এ কল করে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনদের সহায়তায় জাহিদুল কবির টুকু পাইক, মুরাদ খান এবং কবির শেখকে আটক করে থানায় নিয়ে যায়। ইতিপূর্বে অভিযুক্ত জাহিদুল কবির টুকু পাইক উল্লেখিত খতিয়ানের জমির বিরোধ নিয়ে আদালতে একটি মামলা দায়ের করলে উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত দেওয়ানী আদালতে যাওয়ার আদেশ প্রদান করেন। তাছাড়া এই বিরোধীয় জমি নিয়ে একাধিকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উভয় পক্ষের উপস্থিতিতে শালিশ অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে আরো জানা গেছে, মামলার এজাহারে বর্ণিত ২ নং আসামি আলাউদ্দিন পাইক বাচ্চু একজন সেনাসদস্য। এলাকা সূত্রে জানা যায় আসামি বিভিন্ন সময় তাদেরকে গুলি করে পঙ্গু করার মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। উল্লেখ্য যে উক্ত ২ নম্বর আসামী অগ্রিম যাবেন নিয়ে এসে পুরনায় প্রাণ মাসের হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।
এ ধরনের আরো সংবাদ





