ঝালকাঠি জেলা শহরের সড়কে কচু গাছ লাগিয়ে প্রতিবাদ। দশ বছর ধরে শহরের ১৬ টি সড়কের বেহাল দশা।
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠি পৌর শহরে দীর্গ দিন ধরে খানাখন্দকে ভরা একটি সড়কের স্থায়ী বাসিন্দারা নিরুপায় হয়ে কচুগাছ লাগিয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছে।
পৌরএলাকার ৮ ও ৯নং ওয়ার্ডের সীমান্তবর্তী বান্দাঘাট-টাউন মসজিদ-কাঠপট্টি খেয়াট সড়কের বাসিন্দারা ১২ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় মানববন্ধনোত্তর কচুগাছ লাগিয়ে অভিনব এ প্রতিবাদ করেছেন। বর্তমান মেয়র পৌরসভার দায়িত্ব গ্রহনের পর থেকে গত ১০ বছর ধরে শহরের ১৬ টি সড়কের বাসিন্ধারা এমন বেহাল দশার শিকার বলে জানান বক্তার। মানববন্ধনে বক্তব্য দেন, মাহবুব সৈকত, আনিচুর রহমান, সুমন হাওলাদার ও রিফাত হোসেনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ঝালকাটি শহরের বান্ধাঘাট থেকে কাঠপট্টি ট্রলার ঘাট পর্যন্ত এই সড়কটি দীর্ঘ কয়েক বছর যাবৎ খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই হাটু সমান পানি জমে। স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াতের সময় পরে গিয়ে আহত হয়। তবে এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আজকে এই সড়কে কচুগাছ লাগিয়ে আমরা এর প্রতিবাদ এবং সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানাচ্ছি। বক্তারা বলেন, গত এক দশক ধরে পৌর শহরের ১৬টি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পরলেও পৌরকর্তৃপক্ষ এগুলো সংস্কার বা পূন:নির্মানের কোন উদ্দোগ নিচ্ছেনা । এর মধ্য ব্রাক মোড় থেকে বিকনা সড়ক, কাঠপট্টি রোড, পৌর খেয়াঘাট সড়ক, বসুন্ধরা সড়ক, সুতালড়ি সরক, ধোপারচক সড়ক চলাচলের অনুপোযুক্ত। সন্ধ্যা হলে এসব সড়কে রিক্সা, অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পায়ে হেটে চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারেঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলোক সমাদ্দার বলেন, ক্ষতিগ্রস্ত এসব সড়ক সংস্কারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু করা হবে। তাই অবিলম্বে এসব সড়কের বাসিন্ধাদের দূর্ভোগ লাগাবে অবিলম্বে সংস্কার ও পূন:নির্মান করা অতীব জরুরী বলে পৌরবাসী দাবী জানিয়েছে।এসব সড়কগুলো সংস্কার করে জনদূর্ভোগ লাগবে দাবী জানায় পৌরবাসী।
এ ধরনের আরো সংবাদ





