,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

ঝালকাঠি ইকোপার্ক এবং নদী খাল  ও পরিবেশ রক্ষা কমিটির কমিটি গঠন

ঝালকাঠি ইকোপার্ক এবং নদী খাল  ও পরিবেশ রক্ষা কমিটির কমিটি গঠন” 
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি 
ইকোপার্ক রক্ষা ও নদী খাল পরিবেশ বাঁচাও  আন্দোলন ঝালকাঠির এক বিশেষ সভা আজ ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায়  ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ইকোপার্ক রক্ষা ও বাস্তবায়ন কর  *খাল নদী জলাশয় দূষণ ও দখল মুক্ত করো * প্রাণ প্রকৃতি ও পরিবেশ বাঁচাও -এই স্লোগানের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেস্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু। বক্তব্য রাখেন মু. আল আমীন বাকলাই,এড.  আক্কাস শিকদার, সোয়েবুর মোরশেদ সোহেল, হাসান মাহমুদ, আক্তার হোসেন, খসরু নোমান, মইন তালুকদার, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা প্রমুখ। বক্তব্য ও পারস্পরিক  আলোচনার মাধ্যমে ইকোপার্ক রক্ষা কমিটির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে  মু. আল আমীন বাকলাই কে সভাপতি এবং  মহিন উদ্দিন তালুকদার মঈনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট  কমিটি ঘোষণা করেণ সভার সভাপতি ও কমিটির উপদেষ্টা  বীর মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু। কমিটির উপদেষ্টারা হলেন আনোয়ার হোসেন আনু, ইলিয়াস শিকদার ফরহাদ,এ্যাড. সাকিনা আলম লিজা,বীর মুক্তিযোদ্ধা  সাংবাদিক দুলাল সাহা, কমরেড স্বপন সেন গুপ্ত, কমরেড এস এম হুমায়ুন কবির। কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন মেসবা উদ্দিন খান শাহিন, খসরু নোমান, শোয়েবুর মোর্শেদ সোহেল,  আকতার হোসেন, এ্যাড. আক্কাস শিকদার,  ফিরোজ আহমেদ । যুগ্ম সম্পাদক  প্রশান্ত দাস হরি, সাকিল হাওলাদার রনি, জিয়াউল  হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ও   কাজী মারুফ ইরান, কোষাধ্যক্ষ পরিতোষ কুমার রায়, প্রচার সম্পাদক এস এ জুয়েল হাওলাদার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শুভ ব্যাপারী, মহিলা বিষয়ক সম্পাদক কবিতা হাওলাদার, দপ্তর সম্পাদক  উজ্জ্বল রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক চাঁদনী জাহান। নির্বাহী সদস্য রহিম রেজা, নান্নু মুন্সী,  দেবদুলাল, বাদল হোসেন, পান্না খান, গিয়াস উদ্দিন, আলমগীর শরীফ, হোসাইন আহমেদ কামাল, খলিলুর রহমান, হাবিবা খাতুন হীরা, সুমাইয়া রহমান সেতু, লাভলী আক্তার, শফিউল আজম প্রিন্স, সালমা আলমগীর, আসিফ কাজী, নজরুল ইসলাম, আহানাফ শাহরিয়ার, সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ আমিন, উজ্জ্বল বেপারী, রুমা আক্তার প্রমূখ।
Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ