,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

ঝালকাঠির রাজাপুরে রেস্টুরেন্টে ডেকে নিয়ে ফ্লিমি স্টাইলে স্ত্রীকে মারধর।

ঝালকাঠির রাজাপুরে রেস্টুরেন্টে ডেকে নিয়ে ফ্লিমি স্টাইলে স্ত্রীকে মারধর।
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ 
প্রতক্ষদর্শীরা বাঁচাতে আসলে পিস্তল দেখিয়ে হুমকি।
ঝালকাঠির রাজাপুরে চন্দ্রিমা আক্তার রিমা(৩৩) নামের এক নারীকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে ফ্লিমি স্টাইলে মারধরের অভিযোগ উঠেছে তার স্বামী আঃ ছাত্তার সিকদারের বিরুদ্ধে। শুত্রুবার সন্ধা ৬ টার দিকে রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় সংলগ্নে হলিফুড ক্যাফে রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ নারী বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে যানাযায় , মারধরের শিকার হওয়া চন্দ্রিমা আক্তার রিমু রাজাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে আইজিএ প্রকল্পের বিউটিফিকেশন ট্রেডে প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। রাজাপুরের নৈকাঠি এলাকার মৃত আজাহার আলী সিকদারের ছেলে আঃ ছাত্তার সিকদারের সাথে তার ২০২১ সালে বিবাহ হয়।
চন্দ্রিমা আক্তার রিমার বিভিন্ন মানুষের সাথে অনৈতিক সম্পর্ক আছে এমন অপবাদ দিয়ে ছাত্তার সিকদার তার স্ত্রীকে প্রায়ই মারধর করতো। ২৮ জুলাই সন্ধায় রিমাকে হলিফুড ক্যাফে রেস্টুরেন্টে ডেকে নেয় ছত্তার সিকদার। রিমা রেস্টুরেন্টে পৌছানোর কিছুক্ষণ পরে ছত্তার সিকদার সাথে ২/৩ জন লোক সহ রেস্টেুরেন্ট প্রবেশ করে তাকে মারধর শুরু করে। এ সময় ছাত্তার সিকদারের হাতে থাকা পিস্তল সদৃশ বস্তু দিয়ে রিমার ডান হাতে আঘাত করলে রিমার হাত ভেঙ্গে যায়। এমন অবস্থা দেখে রেস্টেুরেন্টের মালিক আসাদুজ্জামান আরিফিন সহ ওখানকার বয়েরা রিমাকে বাচাঁতে এগিয়ে আসলে তাদেরকেও ছাত্তার সিকদার পিস্তল সদৃশ বস্তু দেখাইয়া হত্যার হুমকি দেয়। পরে রিমার সাথে থাকা মোবাইল ফোন,স্বর্ণঅলংকার সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় রিমাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সাধারণ মানুষকে বিভিন্ন সময়ে পিস্তল সদৃশ বস্তু দেখানো সহ মামলার ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে আঃ ছাত্তার সিকদারের বিরুদ্ধে। তিনি কিছুদিন আগে উপজেলার বিভিন্ন স্থানে তার ছবি দিয়ে ব্যারিষ্টার আবদুস সাত্তার সিকদার নামে পোষ্টার সাটিয়ে নিজের বিজ্ঞাপন দিয়েছেন। এ নিয়ে উপজেলা বাসীর মধ্যে বেশ আলোচনা শোনা যাচ্ছে।
এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা বলেন , ২৮ জুলাই সন্ধায় বাইপাস মোড়ে হলিফুড ক্যাফে রেস্টুরেন্টে চন্দ্রিমা আক্তার রিমু নামের এক নারীকে মারধর এবং রেস্টেুরেন্ট মালিক সহ বয়দের পিস্তল সদৃশ বস্তু দেখিয়ে হুমকির অভিযোগে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী চন্দ্রিমা আক্তার রিমু বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরে অভিযান চালিয়ে আঃ ছাত্তার সিকদারকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে একটি খেলনার পিস্তল উদ্ধার করা হয়েছে।
Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ