ঝালকাঠির রাজাপুরে বাল্য বিবাহ,মাদক ও সন্ত্রাস নির্মূলে সচেতনতা সভা
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে আইনশৃঙ্খলা , বাল্যবিবাহ , মাদক ও সন্ত্রাস নির্মূল বিষয়ে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১ নং সাতুরিয়া ইউনিয়ন পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাঈনুল হায়দার নিপু’র সভাপতিত্বে হাজী সৈয়দ আফসার উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ( রাজাপুর সার্কেল) মো: মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় , সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুস সোবাহান খাঁন। বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির , এস আই নাজমুজ্জামান সহ ইউনিয়নের ৭, ৮, ও ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি সৈয়দ মাঈনুল হায়দার নিপু ইউনিয়নের যুব সমাজকে মাদক ছেড়ে সু-পথে ফিরে এসে সুস্থ্য জীবন গড়তে আহব্বান জানান এবং সাতুরিয়া ইউনিয়নকে চুরি সহ সকল প্রকার অপরাধ থেকে মুক্ত রাখতে পুরো ইউনিয়নকে সিসি ক্যামেরার আওতায় আনার প্রতিশ্রæতি দেন এবং এই কাজে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পুলক চন্দ্র রায় বলেন , সমাজের শতকরা প্রায় পচাঁনব্বই শতাংশ মানুষ-ই ভালো বাকি পাঁচ শতাংশ মানুষ মাদক সহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকে। পচাঁনব্বই শতাংশ মানুষ যদি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করে , মাদক সহ বিভিন্ন অপরাধের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করে তাহলে আমাদের আশেপাশে চোর, মাদক সেবী , মাদক বিক্রেতা সহ আর কোনো অপরাধী অপরাধ করতে পারবেনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তাই সকলকে যার যার স্থান থেকে মাদক সহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রসাশন সহযোগীতা করতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন , মাদকের বিরুদ্ধে আমরা সবাই একসাথে অবস্থান নিবো এবং সাতুরিয়া ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনা আগামী এক মাসের মধ্যে উদঘাটন করবো সেই সাথে সবাইকে নিয়ে সাতুরিয়া ইউনিয়নকে অপরাধ মুক্ত করবো।
এ ধরনের আরো সংবাদ





