ঝালকাঠির রাজাপুরে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত ।
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন বুধবার বিকাল তিনটায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও রাজাপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “অভাব নয় সীমাহীন লোভ দূর্নীতির প্রধান কারন” এই শিরোনামের উপর দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লার সভপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান,সহকারী পুলিশ সার্কেল, রাজাপুর মোঃমাসুদ রানা,উপসহকারী পরিচালক দূর্নীতি কমিশন সমন্বিত জেলা কার্যালয় মোঃ কামরুজ্জামান।
প্রধান অতিথি অধ্যক্ষ মনিরুজ্জামান টচ করে বিতর্ক প্রতিযোগিতার পক্ষে ও বিপক্ষের দল নির্বাচন করেন।পক্ষের দল হলো রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয় ও বিপক্ষের দল হলো রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি মনিরুজ্জামান বলেন দায়িত্বশীল লোকেরা বড় বড় দূর্নীতি করে থাকে, এটি তাদের লোভ। আমরা চাই দূর্নীতিমুক্ত সমাজ। শিক্ষার্থী দের উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন তোমরা কখনো কখনো লোভ করবে না। বিতর্ক প্রতিযোগিতা শেষে সভাপতি শাহজাহান মোল্লা বিচারকদের কাছ থেকে ফলাফল ঘোষণা করেন। বিজয়ী দল নির্বাচিত হয় বিপক্ষ দল রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় রাজাপুর সরকারি কলেজের শিক্ষার্থী মিস্তাহুল জান্নাত।বির্তক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
বিচারক বৃন্দ ছিলেন রাজাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম বারী খান,আব্দুল মালেক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জহির উদ্দিন বাবর,রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নিত্যানন্দ সাহা।
সার্বিক পরিচালনা করেন রাজাপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ কামাল।
এ ধরনের আরো সংবাদ





