ঝালকাঠির রাজাপুরে চলাচলের রাস্তা রক্ষার দাবীতে এলাকাবাসী মানববন্ধন
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে প্রায় পাঁচশত পরিবারের চলাচলের রাস্তায় বাঁধা ও এলাকাবাসীকে হয়রানীর প্রতিবাদে স্থানীয় জে.এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুটি স্কুলের মধ্য দিয়ে চলমান এ চলাচলের পথের ব্যাপারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-এমসি কমিটির কোন আপত্তি না থাকলেও রহস্য জনক কারনে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সড়কটি বন্ধে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করা হয়েছে। উপজেলার বড়ইয়া ইউনিয়নের আরুয়া-সোনারগাও গ্রামের বাসিন্ধারা মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মানববন্ধনের আয়োজন করে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে এলাকার শতাধিক নারী-পুরুষ-বৃদ্ধা মানব বন্ধনে অংশ নিয়ে রাস্তাটি বহাল রাখার দাবী জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় দুই’শ বছর ধরে দুটি বিদ্যালয়ের সীমার মধ্য দিয়ে পশ্চিম দিকে কবিরাজ বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারের একটি রাস্তা চলমান রয়েছে। পুরানো এই রাস্তাটি দিয়ে স্থানীয় ৫শতাধিক পরিবারের নিয়মিত চলাচলের করে আসছে। রাস্তাটির দু’পাশে দুটি স্কুল কর্তৃপক্ষ পৃথক দুটি খেলার মাঠে এসেম্বীলী বা ছোটখাটো খেলাধুলায় ব্যবহার করে আসছিলো। বর্ষার মৌসুম আসলেই রাস্তাটি চলাচলের অনুপোযুগী হয়ে পড়ায় এবছর গত ১৭ জুলাই প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এলাকাবাসীর সাথে এক বৈঠকের পর অস্থায়ী ভাবে রাস্তা নির্মান করে চলাচলের অনুমতি দেয়।
এরপ্রেক্ষিতে স্থানীয় এক প্রবাসীর অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গত ২১ জুলাই শুক্রবার পথচারীদের দূর্ভোগ লাঘবে অস্থায়ী ভাবে এক কিলোমিটার রাস্তা মাটি-বালু দিয়ে নির্মান সহ ইটের সলিং কাজ সম্পন্ন করে। এরপরেই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনসহ একটি মহলের যোগসাজসে এ রাস্তাটি দিয়ে চলাচলে বাঁধা দেয়াসহ বিভিন্ন রকম অপপ্রচার ও হয়রানী করতে শুরু করে। তিনি রাস্তাটি কেটে ফেলা সহ স্থানীয়দের মামলা হামলার হুমকি দিয়ে মারমুখী অবস্থান নেয়ায় সাধারন এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচী আয়োজন করেন।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী তাদের একমাত্র চলাচলের রাস্তাটি রক্ষা সহ জে.এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন কৃর্তক অসৎ উদ্দেশ্যে হুমকি ও হয়রানী থেকে রেহাই পেতে সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
এ ধরনের আরো সংবাদ





