ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের মতবিনিময়
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির কেন্দ্রীয় সদস্য ও কর্নফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির।
গতকাল শুক্রবার রাত ০৮ আট টার দিকে কাঠালিয়া প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি এ সময় নবনির্বাচিত কাঠালিয়া প্রেসক্লাবের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি মোঃ সরোয়ার সিকদার, সহ সভাপতি মোঃ ছগির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, কোষাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে করোনা কালিন সময় রাজাপুর- কাঠালিয়ার সাধারণ মানুষের মাঝে আর্থিক সাহায্য, খাদ্য, বস্ত্রসহ বিভিন্ন ধরনের সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন প্রধান মন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে দুই উপজেলার অসহায় ও গরীব মানুষের মাঝে সহায়তা প্রদান করে আসছি। এছাড়াও আমি ব্যক্তিগত ভাবে বিভিন্ন সময় লোকজনদের আবাসনের ব্যবস্থা, শিক্ষা ও বিবাহ সহ আর্থিক সহায়তা প্রদান করে আসছি। তিনি তার এ ভালো কাজগুলো প্রিন্ট ও মিডিয়ায় প্রচারের জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।
এ ধরনের আরো সংবাদ





