,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

ঝালকাঠির কাঠালিয়ায় গৃহবধূর হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড। 

ঝালকাঠির কাঠালিয়ায় গৃহবধূর হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড। 

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়ায় গৃহবধু রেহেনা বেগমকে কুপিয়ে হত্যার দায়ে মোজাম্মেল হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত(২৭ জুলাই) বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.মাসুদুর রহমান এ রায় ঘোষনা করেন।
রায়ে মোজাম্মেল হকের ছোট ভাই আবদুল হককে খালাস প্রদান করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ.ম.ম মোস্তাফিজুর রহমান মনু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সুত্রে জানাগেছে, ২০১৪ সনের ২৬ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার আওরাবুনিয়া গ্রামের মোজাম্মেল হক ছেলে সজিব ও মোজাম্মেল হকের ছোট ভাই আবদুল হকসহ ৬জন মিলে প্রতিবেশি আবদুল মান্নান হাওলাদারের ঘরে ঢুকে তার স্ত্রী রেহেনা বেগম (৩২) কে একা পেয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরের দিন ২৭ নভেম্বর নিহত রেহেনা বেগমের স্বামী আবদুল মান্নান হাওলাদার বাদী হয়ে মোজাম্মেল হকসহ ৬জনকে আসামী করে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৫ সনের ১৬ জুন জেলা গোয়েন্দা সংস্থা (সিআইডি) পরিদর্শক শেখ আবুল খায়ের ৬জনকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট (সিএস) দাখিল করেন। আসামী সজিব অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আলাদা আদালতে দোষীপত্র দাখিল করা হয়। আদালত ২৪ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন করেন।
রাস্ট্র পক্ষের মামলা পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ.ম.ম মোস্তাফিজুর রহমান মনু। আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট আবদুল্লাহ আল-আমিন পলাশ। শিশু আদালতে আগামী ৩০ জুলাই শিশু সজিবের রায় ঘোষনা দিন ধার্য রয়েছে।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ