ঝালকাঠিতে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি
জামালপুরে সাংবাদি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন পালিত হয়েছে। রবিবার ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরাম ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, আমি মোঃ মাছুম বিল্লাহ টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদ, সাংবাদিক দুলাল সাহা, অলোক সাহা, আল-আমিন তালুকদার, আতিকুর রহমান, মানিক আচার্য্য, একেএম মোতালেব হোসেন ও এমদাদুল হক স্বপন।
বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জড়িতদের প্রত্যককে আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবি জানান।
এ ধরনের আরো সংবাদ





