মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঝালকাঠি জেলায় মহামারী ডেংগুতে এ পর্যন্ত ৫০ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে ২৪ঘন্টাই আক্রান্ত হয়েছে ৯জন। তবে ডেংগুর ঘটনায় জেলার কোথাও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।ঝালকাঠিতে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পাঁচটি টিম পৃথক ভাবে ঝালকাঠি সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সকলকে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনাকারী টিমের সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন এলাকা এবং হাটবাজারে ডেঙ্গু ছড়াতে পারে এমন স্পর্শকাতর এলাকায় গিয়ে অভিযান পরিচালনা কারে। বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা আবর্জনা পরিস্কার করতে সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে আবারও অভিযান করা হবে। যারা স্বাস্থ্য না মানবে তাদের বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা করা হবে।
স্বাস্থ্য বিভাগের হিসাব মতে চলতি মাসে ডেঙ্গু ঢেউয়ে ঝালকাঠি জেলায় গত ২৪ঘন্টায় ৯জন আক্রান্ত হয়েছে এবং ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ৫০ জন আক্রান্ত হয়েছে এবং সদর হাসপাতালসহ অন্য তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত ২০ জন ভর্তি রয়েছে। এরমধ্যে ২৮ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ও একজন বাসায় চিকিৎসা নিয়েছে এবং একজনকে বরিশালে পাঠানো হয়েছে। জেলা এ পর্যন্ত কোন মৃত্যু নেই। ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচএম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ধরনের আরো সংবাদ





