ঝালকাঠিতে কেন্দ্রীয় কর্মসূচির অনুযায়ী বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত।
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি
শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ অনুযায়ী ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় শত শত বিএনপি নেতা-কর্মী অংশ নিয়ে সরকার বিরোধী বিভিন্ন রকমের শ্লোগান দেয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। বক্তারা বলেন, বর্তমান সরকারের অধিনে এদেশে কোন সুষ্ঠ নির্বাচন সম্ভব না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক করতে হলে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হওয়া দরকার। বিএনপিসহ দেশের সকল বিরোধী দলের এই এক দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্য়ন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যহত থাকবে বলে তারা ঘোষনা করেন।
এ ধরনের আরো সংবাদ





