মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি
চলতি অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ঝালকাঠির ১৩ টি পুকুরে ২২৯ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
উন্নয়ন প্রকল্পের কর্মসুচীর অংশ হিসেবে সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনের দিঘীতে আনুষ্ঠানিক ভাবে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
এসময় পুলিশ সুপার বলেন, “একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে একটি সুস্থ্য জাতি গঠন অত্যাবশক। আর সুস্থ জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম। আর আমিষের সিংহভাগ চাহিদাই পূরণ করে মাছ। মাননীয় প্রধানমন্ত্রীর নানামুখী পরিকল্পনায় দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। গবাদিপশু উৎপাদনে, সবজি ও মৎস্য চাষে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। মৎস্য চাষে বাংলাদেশ সারাবিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে যা দেশের জন্য অনেক বড় প্রাপ্তি।”
এসময় জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ষোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও র্অথ) মো: আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো: মুহিতুল ইসলাম,সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো: মাসুদ রানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জিয়াউদ্দিন সহ জেলা পুলিশ ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ষোষ জানান, “পুলিশ সুপারের কার্যালয়ের পুকুর ছাড়াও ঝালকাঠির ১২ টি সরকারী প্রতিষ্ঠানের পুকুরে ১৮৯ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এটা আমাদের প্রতি মৌসুমের নিয়মিত কর্মসুচি।
এ ধরনের আরো সংবাদ





