,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

ঝালকাঠতিে প্রায় ৮৯ হাজার শিশুকে খাওয়ানো হবেভ টিামনি ‘এ’ প্লাস ক্যাপসুল।

ঝালকাঠতিে প্রায় ৮৯ হাজার শিশুকে খাওয়ানো হবেভ টিামনি ‘এ’ প্লাস ক্যাপসুল।

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি 
৬ মাসরে কম নয় ও ৫ বছররে বশেী নয় এমন শশিুদরে টকিা থকেে বাদ যাবে না বলে মন্তব্য করছেনে ঝালকাঠরি সভিলি র্সাজন ডা: জহরিুল ইসলাম। তনিি বুধবার ঝালকাঠি সভিলি র্সাজন র্কাযালয়রে সম্মলেন কক্ষে সাংবাদকি সম্মলেনে এমন মন্তব্য করে বলনে আমরা সকল শশিুদরে বষিয় সর্তক রয়ছে।ঝালকাঠি জেলার ৪ টি উপজলোয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইেন উপলক্ষ্যে জেলা সাংবাদকি সম্মলেন অনুষ্ঠতি হয়ছে।বকিাল ৩ টায় সভিলি সার্জন কার্যালয় সম্মলেন কক্ষে অনুষ্ঠতি সাংবাদকি সম্মলেনে সভাপতত্বি করনে ঝালকাঠরি সভিলি সার্জন ডা: মো: জহরিুল ইসলাম। এ সময় উপস্থতি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজি মো:  খলিলুর রহমান, দৈনিক অজানা র্বাতার সম্পাদক প্রবীন সাংবাদকি এসএমএ রহমান কাজল, ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য চিত্ত রঞ্জন দত্ত, দুলাল সাহা, মো: আজমীর হোসন তালুকদার, শফিউল আজম টুটুল, জাতীয় সাংবাদকি সংস্থার সভাপতি মো: এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদকিবৃন্দ।
সাংবাদকি সম্মলেনে সিভিল সার্জন আরো বলনে, আগামী ১৮ জুন ঝালকাঠি জেলার ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে ১ লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন একটি নীল রংয়ের ভিটামিন-এ ক্যাপ ১০ হাজার তিনশত ২৬ জনকে এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ২ লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রংয়রে ভিটামিন-এ ক্যাপ ৭৮ হাজার ৭শত ১১জনকে কাঁচি দ্বারা কেটে খাওয়ানো হবে। তিনি বলেন, ভটিামনি ‘এ’ প্লাস পুষ্টি সেক্টরে একটি গুরুত্বর্পূণ কর্মসূচি। শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত¦ প্রতরিোধ, শিশুর স্বাভাবকি শারীরকি ও মানসকি বিকাশ এবং রোগ প্রতিরোধ ধরে রাখার ক্ষমতা বৃদ্ধরি জন্য ভিটামিন ‘এ’ একটি অত্যাবশ্যকীয় অনুপস্টি তিনি বলনে, এ কর্মসূচি বাস্তবায়নে কোন শিশু যাতে এ কর্মসূচি থেকে  বাদ না পড়ে সেই বিষয়টা নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্য কর্মীরা। জলো র্পযায়ে সদর হাসপাতালে ভিটামিন খাওয়ার কারণে অসুস্থ্য শিশুদের চিকিৎসার ব্যবস্থা রয়ছে। উপজেলা পর্যায়ে অনাকাঙ্খিত ঘটনার জন্য জরুরী চিকিৎসা দেওয়া নিমিক্তে টিম গঠন করার ব্যবস্থা গ্রহন করা হয়ছে।কোন কিছু জানার জন্য ০১৭১১৩১১২৮২ সভিলি সার্জন ঝালকাঠির নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরাধ করা হয়। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে সংবাদ প্রকাশ করে প্রচার প্রচারাণার মাধ্যমে সহায়তার আহ্বান জানান।
Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ