অভি পাল,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সম্প্রতি ঘটে যাওয়া কিশোরগ্যাং হামলায় ছুরিকাঘাতে নিহত জাহাঙ্গীর আলমের মামলায় ১নং আসামি মোহাম্মদ রুবেল ও ২নং মোহাম্মদ ইয়াছিনের দুইদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন ।মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ১ম আদালত জনাব জুয়েল দেবের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। আজ সোমবার (২৭ই ডিসেম্বর ) দুপুরে এ আদেশ দেন বিজ্ঞ বিচারক।
এ বিষয়ে বাদী পক্ষের মানবিক ও সামাজিক আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেন বলেন আসামী পক্ষের আইনজীবী আদালতে আসামীগণের পক্ষে রিমান্ড আবেদন না মন্জুরের এবং জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানীন্তে সন্তুষ্টি সাপেক্ষে আসামীগণের জামিন না মন্জুর করে, ১নং আসামী মোহাম্মদ রুবেল ও ২নং মোহাম্মদ ইয়াছিনের দুইদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন । উল্লেখ থাকে যে,এ মামলার আরো ৮ জন আসামী পলাতক থাকায় অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার জন্য নির্দেশ প্রদান করেন।
জাহাঙ্গীরের স্ত্রী মোছা. নুরতাজ বেগম বলেন,আমার স্বামী মারা গিয়েছে আমার স্বামীকে আর তো ফিরে পাবো না,আমার সন্তানরা বাবাকে হারিয়েছে ,তারা তো তাদের বাবাকে আর ফিরে পাবে না।আমার এই বয়সে আমি আমার স্বামীকে হারিয়েছি, এই বয়সে অনেক মহিলারা এখনো অবিবাহিত।কিন্তু এখন আমি বিধবা ।যারা আমার স্বামীকে মারল, তাঁদের আমি ফাঁসি চাই ।
উল্লেখ্য ১০ ডিসেম্বর চট্টগ্রামের কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় অটোরিকশার ভাড়া নিয়ে ভিকটিম জাহাঙ্গীর আলমের সঙ্গে সিএনজিচালক মো. ইয়াছিনের কাটাকাটি হয়। এক পর্যায়ে সিএনজিচালক মো. ইয়াছিন লোকজন নিয়ে আসার জন্য তার ভাই মো. রুবেলকে ফোন করে। রুবেল ও তার সহযোগীরা ঘটনাস্থলে এসে, ছেলে মো. জানে আলমের সামনে পিতা জাহাঙ্গীর আলমকে ছুরিকাঘাত করে।
পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মারা যান জাহাঙ্গীর। এ ঘটনায় জাহাঙ্গীরের স্ত্রী মোছা. নুরতাজ বেগম বাদী হয়ে চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন ।
মামলার প্রেক্ষিতে মঙ্গলবার ২১ শে ডিসেম্বর দুপুরে ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মামলার প্রধান আসামী কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।
জাহাঙ্গীর হত্যা মামলা:আটক দুইজনের জনের ২দিনের রিমান্ড মঞ্জুর।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।