জনগণের অধিকার খর্ব করাই বিএনপি জামায়াতের কাজ -শেখ পরশ।
স্বদেশ বাংলা ডেস্কঃ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, এটা দিবালোকের মতো পরিষ্কার যে, জনগণের অধিকার খর্ব করাই বিএনপি-জামায়াতের প্রধান কাজ। এ দেশের সাধারণ মেহনতি মানুষের অধিকার হনন করার জন্যই তারা কালো পতাকা নিয়ে মাঠে নেমেছে এবং বিভিন্ন সভা-সমাবেশ করছে। আবারও এদেশকে সন্ত্রাসী ও জঙ্গিবাদী দেশে পরিণত করার পাঁয়তারা করছে। শনিবার বিকালে গাবতলী সিটি কলোনি মাঠে যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপির সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মোজহারুল ইসলাম, সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।