,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

চিতলমারী শিক্ষার্থীদের তোপের মুখে ডাঃ মামুন হাসান

চিতলমারী শিক্ষার্থীদের তোপের মুখে ডাঃ মামুন হাসান।

একরামুল হক মুন্সীঃ

বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান।

মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল থেকে ডাঃ মামুন হাসানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে বৈষম্য বিরোধী বিক্ষুব্দ ছাত্র-জনতা। সকাল সাড়ে ন’টায় একটি মিছিল নিয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে যায়। সেখানে ডাঃ মামুন হাসানকে না পেয়ে মিছিলটি চিতলমারী উপজেলা পরিষদ প্রধান ফটকে এসে অবস্থান নেয়। অবস্থান কালে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডাঃ মামুনের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি আভিযোগ রয়েছে।

অনতি বিলম্বে তার পদত্যাগের দাবি জানাচ্ছি। যত সময় পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন, ততো সময় আমরা রাজপথে আবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনতা ডাঃ মামুন হাসানের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসানের মুঠোফোনে একাধিকবার কলদিলেও তার সাড়া পাওয়া যায়নি।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ