অভি পাল,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
আজ ২৯ ডিসেম্বর (বুধবার) চান্দগাঁও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চত্বরে চট্টগ্রাম-৮ সংসদীয় আসন চান্দগাঁও, পাঁচলাইশ, মোহরা, পূর্ব ষোলশহর, পশ্চিম ষোলশহর ও আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,চট্টগ্রামের মানুষ সাহসী, বাংলার মানুষের অধিকার আদায়ের আন্দোলন চট্টগ্রাম থেকে শুরু হয়। এই চট্টগ্রাম সূর্যসেন, প্রীতিলতা, স্বাধীনতার ঘোষক এম এ হান্নানের মত বীর সন্তারে জন্ম এই চট্টগ্রামে।
তিনি আরো বলেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতার সঠিক ইতিহাস প্রকাশ হলো, কালুরঘাট নয় চান্দগাঁও বেতার কেন্দ্র থেকে ২৬ মার্চ ১৯৭১ স্বাধীনতার ঘোষনা হয় সেটিই আজকে প্রকাশ হলো। হান্নান ভাইয়ের সেই ঘোষণাটি এই স্থানে এসে বার বার মনে পড়ছে। ঢাকার পিল খানার ঘোষণাটি অনেকে শুনলেও অনেকে শুনেন নাই। ২৬ তারিখ চট্টগ্রামে এম এ হান্নানের সেই স্বাধীনতা ঘোষণা শুনেই সকলে দেশের জন্য মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, চান্দগাঁও স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের স্থাপনা সংরক্ষণ, স্মৃতিসৌধ নির্মাণ, জাতির পিতা বঙ্গবন্ধুর মুর্যাল ও জাদুঘর নির্মাণ এ দাবি চট্টগ্রামের সাধারণ মানুষের এর সাথে আমিও একমত। তিনি বলেন, শ্রীঘ্রই কালুরঘাট সেতুর কাজ শুরু হবে। উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়নের শেখ হাসিনা সরকার দৃঢ় প্রতিজ্ঞ। রক্ত দিয়ে কেনা এই বিজয়ের স্বাদ বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌছিয়ে দেবার মানসে জননেত্রী শেখ হাসিনা বিরামহীন প্রচেষ্টার ফলে দেশ আজ উন্নতির সোপানে অধিষ্ঠিত হয়েছে। ২১ সালের টার্গেট ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। যত দিন শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বেই মানবতা, শান্তি ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি সত্যিই আমাদের জন্য গৌরবের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, সে স্বপ্ন বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলতার আলো স্বাধীনতার ৫০ বছরে দেখতে পেয়েছে এবং আমরা যারা মুক্তিযোদ্ধারা জিবর্দশায় দেখতি পেয়েছি সেটাই আমাদের জন্য গৌরবের। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানটি উৎসবে পরিনত হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন বলেন, স্বাধীন, শোষনমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে লাখো লাখো তাজা প্রাণের রক্তাক্ত মানচিত্রে, দেশ বিরোধী অপশক্তির কালো থাবা বসতে দেওয়া যাবেনা। স্বাধীনতার পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে আজো তারা অবাস্তব, কাল্পনিক, মিথ্যা যুক্তি হাজির করে এই প্রজন্মকে বিভ্রান্ত করতে চায়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু অংশগ্রহণ করে স্বাধীন বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্ঠি করেছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী থাকাবস্থায় প্রাণ ভয়ে, লোভ ও ক্ষমতার মোহে নতি স্বীকার করেন নাই। তার সুযোগ্য কন্যাও আজ মৃত্যুভয়কে উপেক্ষা করে একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সফল ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক কাউন্সিলর জুবাইদা নার্গিস, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নুরুল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিলু নাগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, পূর্ব ষোলশহর আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফুল আলম, চান্দগাঁও আওয়ামী লীগ আহবায়ক নুর মোহাম্মদ নুরু, যুগ্ম আহবায়ক এড: আয়ুব খান, সাইফুদ্দিন খালেদ, পাঁচলাইশ আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস শাকুর ফারুকী, মোহরা আওয়ামী লীগ আহবায়ক নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, খালেদ মাসুদ খান, কাউন্সিলর শফিকুল ইসলাম, কাউন্সিলর মোবারক আলী, কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর,কাইছারুল হক, আবু সাদাত মো: সায়েম, সাফায়েত উল হক জাবেদ,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, আবু তালেব, নোমান চৌধুরী, শাহেদ হায়দার খান, এডঃ সরোজ ভট্টাচার্য্য প্রমুখ।