গাইবান্ধা জেলা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার:
মোহন সরকার:গাইবান্ধা জেলা প্রতিনিধি
পুলিশ সুপার গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে এসআই মো: মাহফুজ আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার মহেশপুর মৌজাস্থ জনৈক সোহেল মিয়ার চায়ের দোকানের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর আজ ০৪/০৩/২০২৪ ইং দুপুর ১২:১৫ ঘটিকায় রংপুর টু ঢাকাগামী যাত্রীবাহি হানিফ পরিবহনের বাস(রেজিঃ নংঃ ঢাকা ব-১২-২১৬৮) তল্লাশি কালে তৈয়ব আলির হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর থাকা ৬০(ষাট) বোতল অবৈধ মাদকদ্রব্য (ফেন্সিডিল) উদ্ধার করে,যার মূল্য অনুমানিক ৬,০০০০/- টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আসামী মো:তৈয়ব আলী (৬৫), পিতা-মৃত নুয়াব আলী ,সাং- গাছ গাও পুরাতন পাচদনা,থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা।
অপরদিকে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস.আই (নিঃ)/মোঃ রাশেদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোবিন্দগঞ্জ থানার জিডি নং-১১৭, তারিখ-০৩/০৩/২০২৪ ইং মূলে গোবিন্দগঞ্জ থানাধীন ১৩ নং কামারদহ ইউনিয়নের অর্ন্তগত কামারদহ মৌজাস্থ রংপুর টু ঢাকাগামী মহাসড়কে চাপড়ীগঞ্জ বাজারের দক্ষিণ পার্শ্বে মোঃ শামসুদ্দিন সলু এর চায়ের দোকানের সামনে মহাসড়কের উপর রংপুর টু ঢাকা গামী নাদের পরিবহনের যাত্রীবাহী বাস (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১২-২৫৩২) তল্লাশি করে আসামী মোঃ রাসেল বাবু ওরফে বিশালকে ১৫ (পনের) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ গাইবান্ধা মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।