গাইবান্ধার সাঘাটা থেকে অপহৃত কলেজ ছাত্রী সঞ্চীতা রাণীকে(১৬) ফেরৎ পেতে পরিবারের আর্তনাদ:
মোহন সরকার:গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাটা উপজেলা হতে অবহিত কলেজ ছাত্রী সঞ্চীতা পালকে ফেরত পেতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আর্তনাদ জানিয়েছেন অপহৃতার পিতা সুজিত কুমার পাল। ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ পত্রের সূত্র থেকে জানা যায় যে,গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার পবনতাইড় গ্রামের সুজিত কুমার পালের মেয়ে সাঘাটা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সঞ্চিতা রানী পাল(১৬) কে কলেজ যাওয়া আসার সময় প্রায়শই পথরোধ করে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত একই উপজেলার পবনতাইড় ঘোলাপাড়া গ্রামের মোঃ আইয়ুব হোসেনের বখাটে ছেলে আব্দুর রশিদ(২৩)।
এই বিষয়টি সঞ্চিতা পরিবারকে জানালে তার পরিবার বিষয়টি সমাধানের জন্যে বখাটে রশিদের পরিবারসহ স্থানীয়দের জানায়। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে উক্ত অপহরণকারী বখাটে যুবক আব্দুর রশিদ।এরই পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট ২০২৩ ইং বৃহঃবার সকাল আনুমানিক ৯:৩০ মিনিট নাগাদ সঞ্চিতা রানী কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হলে আগে থেকেই পাকা রাস্তায় সিএনজি নিয়ে ওৎ পেতে থাকা অপহরণকারী মোঃ আব্দুর রশীদ এবং তার সহযোগীরা উক্ত সিএনজিতে মেয়েটিকে জোর করে উঠিয়ে দ্রুত গতিতে সেখান থেকে বগুড়ার দিকে চলে যায়।
স্থানীয় কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে তার পরিবারকে জানায়।অপহরণের এই ঘটনায় মেয়েটির বাবা শ্রী সুজিত কুমার পাল বাদী হয়ে সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। এ বিষয়ে সুমহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে অনতিবিলম্বে অপহৃত সঞ্চিতা রানীকে উদ্ধার ও অপহরণকারী আব্দুর রশিদসহ তার সহযোগীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ধরনের আরো সংবাদ





