গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ:নিহত ১জন।
মোহন সরকার:গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া (৩১) নামের এক ব্যক্তি নিহত হয়েছে এবং এই ঘটনায় আহতের সংখ্যা ০৫ জন বলে জানা গেছে।
প্রত্যাক্ষদর্শী বর্ণনা থেকে জানা যায় যে,আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে আনুমানিক ১:০০ টা নাগাদ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা বেপারীপাড়ার জাহাঙ্গীর ও কবিরাজ পাড়ার মতিয়ারদের সাথে জমি নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ০৫ জনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী ও বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহীম হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি,ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
এ ধরনের আরো সংবাদ





