গাইবান্ধায় শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথ যাত্রা মহোৎসব অনুষ্ঠিত:
মোহন সরকার:গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে আয়োজিত প্রতি বৎসরের ন্যায় এবারেও ৮ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের শুভ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই তিথিতে ভাই জগন্নাথ ও বলরাম বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান। সেখান থেকে আবার সাতদিন পর মন্দিরে ফিরে আসেন। তাঁদের মাসির বাড়ি যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। ৮ দিনব্যাপী নানা আয়োজন ও আনুষ্ঠানিকতার উল্টোরথের মধ্য দিয়ে শেষ হবে মহোৎসব।
গতকাল ২০ জুন ২০২৩ ইং মঙ্গলবার গাইবান্ধা পৌর এলাকার কনকরায়(তিনগাছতলা), ইসকন প্রচার কেন্দ্রে সকাল থেকেই ভাগবত আলোচনা, রথযাত্রার মাহাত্ম,কির্তনসহ নানা কর্মসূচিতে জেলার বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত সমাগম ঘটে।আগত ভক্তবৃন্দের মাঝে দুপুরে প্রসাদ বিতরণ করা হয়।
বিকালে রথযাত্রা পূর্ববর্তী বিশেষ দিক নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসকনের সেবায়েতদের পরিচালনায় সভার মধ্যেমনি ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ(ইসকন) গাইবান্ধা প্রচার কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ নরোত্তমা কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক জনাব মো: অলিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো: কামাল হোসেনসহ বিভিন্ন প্রশাসনিক ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
রথযাত্রায় অংশ নিতে পলাশবাড়ী উপজেলার শ্রীশ্রী রাধা গিরিধারী গৌড়ীয় মঠের ভক্তবৃন্দ ও জেলার সাতটি উপজেলা হতে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পূণ্যার্থীদের অংশগ্রহণে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে বিকাল ৫:০০ ঘটিকায় বিশ্ববাসীর শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ভোগ প্রদানের মধ্য দিয়ে ইসকন প্রচার কেন্দ্র থেকে রথ যাত্রা শুরু হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যা ৭:০০ ঘটিকায় ভিএইড রোডস্থ কালীবাড়ি মন্দিরে এসে মহানাম কীর্তন,সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে রথ যাত্রার প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।
আগামী ২৭ জুন উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে ৮ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে।