গাইবান্ধায় অত্যাবশকীয় পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবিতে শ্রমিক সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান:
মোহন সরকার:গাইবান্ধা জেলা প্রতিনিধি :
আজ মঙ্গলবার সকালে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে চারটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান:
মহান জাতীয় সংসদে উত্থাপিত ২০২৩-২৪ অর্থবছরের অত্যাবশকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশন কতৃর্ক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা ট্রাক,ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন,জেলা বাস, মিনি বাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন,জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ ৪ টি মটর শ্রমিক সংগঠনের উদ্যাগে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও পৃথক পৃথক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
এ সময় জেলা ট্রাক,ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো.আব্দুল করিম,সাধারন সম্পাদক মো.আতিকুর রহমান, জেলা বাস,মিনি বাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.আশরাফুল আলম বাদশা,সাধারন সম্পাদক মো: জামিনুর রহমান জামিন ,জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারুন অর রশিদ,সাধারন সম্পাদক আব্দুল মালেক শাহিন,পলাশবাড়ী বাস,মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুস সোবান,সাধারন সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লব, মো.রুহুল আমিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,অবিলম্বে অত্যাবশকীয় পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহার করে শ্রমিকদের ন্যায্য দাবি পূরনের জন্য সরকারের কাছে বাস্তবায়নের অনুরোধ জানান। দাবি পূরন না হলে সারা দেশে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়।
এ ধরনের আরো সংবাদ





