নেত্রকোনার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে গত শনিবার রাতে এক মতবিনিময় সভা করেছেন, নেত্রকোনা জেলা পরিষদের সদস্য আল আমিন ভূইয়া।
রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি ভোরের ডাক সাংবাদিক আবুল কাশেম আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল আমিন ভূইয়া।
তিনি রিপোর্টার্স ক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতা করবেন বলে সাংবাদিকদের আশ্বাস প্রদান করেন।
এ সময় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূইয়া, সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মহিউদ্দিন সরকার, মাটি ও মানুষ পত্রিকার প্রতিনিধি কিশোর কুমার শর্মা, নয়া দিগন্ত প্রতিনিধি শামসুল হুদা রিপন, ময়মনসিংহ প্রতিদিন প্রতিনিধি মাঈন উদ্দিন সরকার রয়েল ও ইত্তেফাক প্রতিনিধি জিয়াউর রহমান জীবন বক্তব্য রাখেন।