বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল শুক্রবার সন্ধ্যারাতে পৌর সদরের সাউদপাড়াস্থ নিজ বাসভবনে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় তিনি রিপোটার্স ক্লাবের কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঞার নেতৃত্বে রিপোর্টার্স ক্লাবের কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিকগণ পেশাগত দায়িত্বের বিভিন্ন প্রতিবন্ধকতা ও রিপোর্টার্স ক্লাবের উন্নয়নের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন- রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি মামুনুর রশিদ মামুন,সহ-সভাপতি ভোরের ডাক প্রতিনিধি আবুল কাশেম আকন্দ, ইত্তেফাক প্রতিনিধি জিয়াউর রহমান জীবন, সংবাদ প্রতিদিন প্রতিনিধি মহিউদ্দিন সরকার, দি বাংলাদেশ টুডে’র প্রতিনিধি মাঈন উদ্দিন সরকার রয়েল, নয়া দিগন্ত প্রতিনিধি শামছুল হুদা রিপন, মাটি ও মানুষ পত্রিকার প্রতিনিধি কিশোর কুমার শর্মা প্রমূখ।
এছাড়াও মতবিনিময় সভায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা।