নারীনেত্রী কল্যাণী হাসানকে সভাপতি ও রেহানা বেগমকে সাধারণ সম্পাদক মনোনীত করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা যুব মহিলা লীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের সাউদপাড়াস্থ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। কমিটির সহসভাপতি পদে নারীনেত্রী শাহানাজ বেগমকে মনোনীত করা হয়েছে।
এ সময় যুব মহিলা লীগ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।