নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৮শ হতদরিদ্র নারী-পুরুষের মাঝে বস্ত্র (শাড়ী ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে মোজাফরপুর সওদাগর বাড়িতে নৌবাহিনীর ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ এসব বস্ত্র বিতরণ করেন।
এ সময় ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদের স্ত্রী ওয়াহিদা মাসুক ও তার কন্যা কায়েনাত বিনতে মাসুকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে এলাকার হতদরিদ্ররা নতুন বস্ত্র পেয়ে আনন্দিত।
ক্যাপ্টেম মাসুক হাসান আহমেদ সাংবাদিকদের জানান, আমার মা হামিদা আক্তার ও খালা আয়েশা আক্তার দুজনই ছিলেন আলোকিত মানুষ। তাদের রেখে যাওয়া সম্পদের আয় থেকে এসব বস্ত্র বিতরণ করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।