নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে গরুসহ দুই কৃষক নিহত হয়েছেন।
নিহত দুই কৃষক হলেন, উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের মৃত মধু মিয়ার ছেলে সাইদুল হক (৫০) ও বলাইশিমুল ইউনিয়নের রাজাইল গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে কামরুল ইসলাম (৩০)।
গতকাল রবিবার (১৮ জুন) বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার বিকাল ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে সাইদুল হক গ্রামের হাওরে রেখে আসা তার একটি গাভী গরু বাড়িতে আনতে যায়। গরু নিয়ে বাড়িতে যাওয়ার পথে গ্রামের হাওরের ভাটারাশি নামক স্থানে বজ্রপাতে ঘটনাস্থলেই গরুসহ ওই কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটে।
একই সময় উপজেলার বলাইশিমুল ইউনিয়নের রাজাইল গ্রামের কৃষক কামরুল ইসলাম বাড়ির পাশে হাওরে বজ্রপাতে নিহত হন।
মোজাফরপুর ও বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে জাহাঙ্গীর চৌধুরী ও আলী আকবর তালুকদার মল্লিক বজ্রপাতে মৃত্যুর বিষয়গুলো সাংবাদিকদের নিশ্চিত করেছেন।