,


শিরোনাম:
«» হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন- রজত ভরদ্বাজ মুখার্জি, ভারতীয় জনতা পার্টি। «» ভারতের গণতন্ত্র রক্ষা ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় এক নতুন ভারতের উত্থান!! «» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার

কেন্দুয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে বৃহস্পতিবার সকালে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন, নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইমদাদুল হক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির আলম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলামসহ সহকারি শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইমদাদুল হক জানান, ইউনিয়ন পর্যায়ে বাছাই পর্ব ও উপজেলা পর্যায়ে সেমিফাইনাল শেষে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় শাহাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্টের ফাইনাল খেলায় দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে নগুয়া সুরুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেওয়া হয়।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ