নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৩টি ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংষ্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
গত শুক্রবার উপজেলার দলপা ইউনিয়নের রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব মতবিনিময় সভায় দলপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল। দলপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিম উদ্দিন ফকিরের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা অপু উকিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, কেন্দুয়া পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আসাদুল হক ভূঞা প্রমুখ।
প্রধান অতিথি অসীম কুমার উকিল তার বক্তব্যে বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন। সেই নির্বাচনে দলের সকল নেতাকর্মীকে সব ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে।