,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

নাজমুল হোসেন (বগুড়া) নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হলো ২০১৭ সালের এইচএসসি পরিক্ষার ফল। রবিবার সকালে শিক্ষামন্ত্রি ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রির হাতে হস্তান্তর করেন। এরপর বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্নেলনে ফলাফলের বিস্তারিত তথ্য জানায়। এর কিছু পরেই শিক্ষার্থীরা মোবাইলের ক্ষুদে বার্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারে ।

এবার রাজশাহি শিক্ষা বোর্ডের পাশের হার ৭১.৩০ শতাংশ। জিপিএ ৫.০০ পেয়েছে ৫২৯৪ জন। বগুড়াতে প্রায় ১১১টি (সরকারি, বেসরকারি ) কলেজ রয়েছে। তারমধ্যে প্রায় সব কয়েকটি কলেজের ফলাফল জানা গেছে।

পাসের দিক দিয়ে –
১.সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া-১৫০৭
২.সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া -১৩১৯
৩.বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ -৮৪০
৪.সৈয়দ আহমেদ কলেজ -৪১১
৫.ধুনট কলেজ -৩২৮
৬.গাবতলি সরকারি কলেজ -৩২৭
৭. আর্মড পুলিশ ব্যাটেলিয়ান স্কুল ও কলেজ -৩২৩
৮.বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া – ২৫১
৯.পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, বগুড়া -২২৬
১০.পল্লি উন্নয়ন একাডেমী ল্যাব. স্কুল ও কলেজ – ২১৯
১১.শেরপুর কলেজ – ১৮৪
১২.বগুড়া কলেজ -১৮০
১৩.কাহালু কলেজ – ১৭৫
১৪.নুনগোলা ডিগ্রি কলেজ – ১২৪
১৫.বগুড়া মহিলা কলেজ – ৭৩

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ