রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার বেলা দেড়টায় উপজেলার মুলাডুলি এলাকায় তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয় বলে ঈশ্বরদী জিআরপি থানার এসআই ইমরান হোসেন জানান।
নিউজ পাবনা ডটকমকে তিনি বলেন, তিস্তা এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এর পর থেকে উত্তর ও দক্ষিণের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
“তবে ইতোমধ্যেই একটি উদ্ধারকারী ট্রেন পাকশী থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।”
প্রাথমিকভাবে ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ জানাতে পারেননি এসআই ইমরান।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী (যন্ত্র) হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। উদ্ধার কাজ চলছে।
ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণে রেল বন্ধ

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।