রাজশাহী এম এ সৈয়দ তন্ময় : সাহাপুর চরগড়গড়ি গ্রামে সোমবার বিকালে একই পরিবারের দু ’ স্কুল ছাত্র পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এরা হলো জহুরুর প্রামাণিকের ছেলে ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র আল মামুন এবং মিটু প্রামাণিকের ছেলে ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র তানজিন হোসেন।
পারিবারিক সুত্রে জানাগেছে , চাচাত দু ’ ভাই তানজিন ও মামুন ঐদিন দুপুরে বাড়ির নিকটস্থ চরে ক্ষেতের কুমড়া উঠাতে যায়। দাদা ক্ষেতে কুমড়া উঠাতে ব্যস্ত হয়ে পড়লে তারা দু ’ জনই পার্শ্ববর্তী ইট ভাটার পুকুরে গোসল করতে নামে।
পানিতে অনেক ক্ষণ লাফঝাঁপ পাড়ার এক পর্যায়ে ডুবে মারা যায়। এঘটনা জানার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতরা হলো পাবনা জজ কোর্টের ্এ্যাডভোকেট ও সাংবাদিক হেদায়েদ- উল হকের নাতি
ঈশ্বরদীতে একই পরিবারের দু ’ স্কুল ছাত্রের পুকুরের পানিতে ডুবে মৃত্যু

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।