নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি নেত্রকোনার আটপাড়া উপজেলায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছেন নেত্রকোনা জেলা বিএনপির সহসভাপতি, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।
তিনি আজ সোমবার দুপুরে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার, তেলিগাতী ইউনিয়নের বিজয়পুর, পূর্ব আতিয়র, পশ্চিম আতিয়র গ্রাম, তেলিগাতী ডিগ্রি কলেজ ও দোওজ ইউনিয়নের ইকরাটি গ্রামের অসহায় লোকজনের পাশে গিয়ে তাদের খোঁজ-খবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় আটপাড়া উপজেলার বিএনপিসহ যুবদল, ছাত্রদল ও কেন্দুয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে আটপাড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঘুর্ণিঝড়ে উপজেলার তেলিগাতী বাজারসহ তেলিগাতী ও দোওজ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫ শতাধিক কাচা পাকা বাড়িঘরসহ তেলিগাতী ডিগ্রি কলেজ ও তেলিগাতী উচ্চ বিদ্যালয় বিধ্বস্ত হয় এবং অসংখ্য গাছপালা উপড়ে ভেঙে পড়ে। এতে এক নারীসহ ৫ জনের মত আহতও হয়।