,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

আজব কান্ড! বউ বদল!

ডেস্ক: কামারখন্দের চরবাগবাড়িয়া গ্রামের মোশারফের ছেলে সেলিম মালেয়শিয়া থাকা অবস্থায় তার স্ত্রী সোমা খাতুনের সাথে একই এলাকার পরাণ শেখের ছেলে সোহেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
জানা গেছে, সোহেল তাঁতের কাজ করাতো সোমাকে দিয়ে। এর সুবাদে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। গভীর প্রেমের টানে সোমা তার ২ বছরের একটি ছেলে সন্তান তার দাদীর কাছে রেখে সোহেলের সাথে পালিয়ে যায়। অপর দিকে সোহেলের ঘরে স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে।
এদিকে সোহেলে স্ত্রী তার স্বামীর এ নৈতিক কাজের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য মালেয়শিয়ায় অবস্থানরত সোমার স্বামী সেলিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৭ জুলাই পরিবারের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে সোহেলে স্ত্রীর সাথে সেলিমের বিবাহ হয় বলে জানা গেছে।
পরক্রিয়ার এমন বিরল ঘটনায় এলাকায় উৎসুক জনতা আলোচনার ঝড় তুলেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেলিমের বউ সোহেলের সাথে পাঁচ মাস হল চলে গেছে। আর সোহেলের বউয়ের সাথে সেলিমের সাথে বিয়ে হয়েছে কিছু দিন হল। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই তাদের বিয়ে হয়েছে।
হাস্যকর চাপা রহস্যের উন্মোচনে জন্য এলাকাবাসী গণমাধ্যমকর্মীরা জানার পর সেলিমের বাড়িতে যান। প্রথমত সেলিমের মা ও চাচা বউ বদলের ঘটনাটর সত্যতা নিশ্চিত করেন। অতঃপর পরাম শেখের ছেলে সোহেলের বাড়িতে গেলে তার মা ক্ষিপ্ত হয়ে জানান, আমার ছেলে সোহেল যা করেছে তাতে আপনাদের লাভ কি। বউ বদল করে বিয়ে হয়েছে তাতে কি হয়েছে। এছাড়া তিনি বিষয়টি গোপন রাখার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। তার বাড়িতে পুত্র বধূ না থাকায় ঘটনা উৎঘাটন করা যায় নি। স্থানীয়রা বিষয়টি নিয়ে সমালোচনা করলেও মাদকাসক্ত সোহেলের ভয়ে কেউ কিছু বলতে চাইছে না।
এদিকে একে অপরের বউ বদল করার রহস্য উভয় পরিবারের মধ্য গোপন রাখার চেষ্টা চলছে। যার কারণে এ ব্যপারে উভয় পরিবারের লোকজন কথা বলতে নারাজ। এলাকার সচেতন মহল এ ঘটনার সঠিক কারণ উৎঘাটন করে এই দুই রশিক প্রেমিক যুগলের জীবন কেমন চলছে তা জানতে চাই।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ