,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেল যোগাযোগ স্থাপিত হবে: রেলমন্ত্রী

ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেল যোগাযোগ স্থাপিত হবে: রেলমন্ত্র

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ

চলতি বছরের আগষ্ট মাসের ১ম সপ্তাহে মাওয়া থেকে-ঢাকা রেলের ট্রায়েল রান শুরু হবে। আগামী সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ভাঙ্গা-কালনা–লোহাগড়া-নড়াইল-যশোর পর্যন্ত (২য় অংশের) কাজের অগ্রগতি প্রায় ৭৭ শতাংশ শেষ হয়েছে। ২০২৪ সালের জুন মাসের মধ্যে রেল প্রকল্প দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হবে। এতে অনেক সময় বাঁচবে, রাস্তাও কমে আসবে। ফলে যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে।

রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন শনিবার (১০জুন) দুপুর ২টার দিকে লোহাগড়া উপজেলার মধুমতি আর্মি ক্যাম্পে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক ব্রিফিং উপরোক্ত কথা বলেন । এসময় উদ্ধর্তন সেনা কর্মকর্তা, রেল মন্ত্রনালয়ের কর্মকর্তা ও নড়াইলের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের পূর্বে রেল মন্ত্রী লোহাগড়ার কালনা পয়েন্টে মধুমতি নদীর ওপর নির্মিত রেল সেতু পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, একটি বৈরি সময়ে আমরা এ প্রকল্পের কাজ করছি। একদিকে কোভিড, পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে একটি বৈরি পরিবেশ সৃষ্টি হয়েছে। অবিভক্ত ভারতে রেল যেভাবে আমরা পেয়েছি, পরবর্তীতে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে রেল ক্ষতিগ্রস্থ হয়েছে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু রেলকে বিস্তৃত করেছেন। বঙ্গবন্ধুর হত্যার পর রেল শুধু পিছনের দিকে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের গুরুত্ব বুঝতে পেরে আলাদা রেলপথ মন্ত্রণালয় করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোন দল যদি নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই সেক্ষেত্রে কারো জন্য বাধা নেই, কেউ নির্বাচন বানচাল করার জন্য যদি কথা বলতে চাই তাহলে একটা গনতান্ত্রিক সরকার কিছুতেই মেনে নিবে না।

ব্রিফিংয়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেল প্রকল্পের প্রধান সমন্ময়ক মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহম্মেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামসুল আলম, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরিসহ প্রমুখ ।
দুপুরের মধ্যহ্নভোজ শেষে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে লোহাগড়া ত্যাগ করেন।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ