নিজস্ব প্রতিনিধিঃ আজ ধূমপান মুক্ত বাংলাদেশ চাই গ্রুপের পক্ষ থেকে কিশোরগঞ্জ বাজিতপুর ডিগ্রি কলেজে ছাত্রদের নিয়ে ধূমপানের কুফল সম্পর্কে খোলামেলা আলোচনা করা হয়।
এতে ধূমপান মুক্ত বাংলাদেশ চাই গ্রুপের পক্ষে সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। আলোচনায় মুগ্ধ হয়ে ছাত্র/ছাত্রীরা বলেন তারা আর কোনদিন ধূমপান করবে না। ছাত্ররা এ বিষয়ে অন্য জনকেও নিষেধ করবে বলে জানান।
এভাবে সহযোগিতা আর উৎসাহিত মাধ্যমে দেশের উপকার হবে বলে মনে করেন মোঃ খায়রুল ইসলাম।
ছাত্র/ছাত্রীরা ধূমপান মুক্ত বাংলাদেশ চাই গ্রুপের সদস্য হয়ে দেশের স্বার্থে কাজ করতে চায়। ছাত্র/ছাত্রীরা সব সময় আমাদের পাশে থাকবে। সর্বশেষ সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং সবাই যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবা করতে পারে এই দোয়া করেন।