হেফাজতের ১৭ সদস্যবিশিষ্ট মজলিশে খাস কমিটি ঘোষণা
স্বদেশ বাংলা ডেস্কঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৭ সদস্যবিশিষ্ট মজলিশে খাস কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সংগঠনের প্রচার সম্পাদক মুফতি কেফায়তুল্লাহ আযহারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মজলিশে খাসের সদস্যরা হলেন—আল্লামা শায়েখ সাজেদুর রহমান, মুফতি জসীম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, অধ্যাপক ড. আহমদ আ. কাদের, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মীর ইদরিস, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মুফতি বশীরুল্লাহ, মুফতি মুনীর কাসেমী ও মুফতি কেফায়তুল্লাহ আযহারী।
এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের ১ নম্বর উপদেষ্টা হিসেবে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানকে মনোনীত করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় নবগঠিত মজলিশে আমেলার প্রথম সভায় সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত ও ঘোষণার আলোকে এসব সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।