আজকরে এই দিনে ভোরের অন্ধকার কে ভেদ করে ভোরের সূর্যের আলয়ে পৃথিবীকে আলোকিত করে ছিলে তুমি – শুভ জন্মদিন ।
১৯৯৩ সাল (সার্টিফিকেট ১৯৯৫) ৯ই জানুয়ারী রোজ শনিবার ভোর সাড়ে পাঁচ টায় তুমি এই পার্থিব পৃথিবীতে এসে ছিলে বাবা মায়ের ২য় সন্তান হয়ে (বড় ভাই মারা না গেলে তুমি হতে ৩য় সন্তান)। সেদিন তুমি ছেলে না হয়ে মেয়ে হওয়ায় অনেকে মনে কষ্ট পেয়ে ছিলো । সেই হতে তোমার বেড়ে ওঠা আজ তুমি পরিপূর্ণ ।
আজ তোমার সাজানো বাগান ভরে গেছে ফুলে ফুলে । তুমি কোটি কোটি গোলাপের মধ্যে হতে একটি ভিন্ন গোলাপ। **শুভ জন্মদিন **