শহীদ আইভি রহমানের মৃত্যু বার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা।
বিশেষ প্রতিবেদনঃ
শহীদ আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে সকাল ৯টা ৩০ মিনিটে বনানী কবরস্থানে তার সমাধিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন যুবলীগের নেতৃবৃন্দ। সম্মুখে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশ হয়। সমাবেশে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদপুষ্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকের দল বর্বরোচিত গ্রেনেড হামলা চালায় ও নির্বিচারে গুলি বর্ষণ করে।
এই নারকীয় গ্রেনেড হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট নারী নেত্রী বেগম আইভি রহমান গুরুতরভাবে আহত হন। অবশেষে ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।