নির্বাচন কসিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে গিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দল ।
প্রতিনিধি দলটির মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,উপদেষ্টা মন্ডলীর সদস্য আসির হোসেন আমু, তোফায়েল আহম্মেদ,সভাপতি মন্ডলের সদস্য মতিয়া চৌধুরী,শেখ ফজলুল করিম সেলিম,ড.মো: আব্দুর রাজ্জাক, লে.কর্নেল (অব)ফারুক মুহাম্মদ ,জাহাঙ্গীর কবির নানক সহ আব্দুর রহমান ।
আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মাধ্যমেই ইসি গঠনে রাজনৈতিকদলের সঙ্গ রাষ্ট্রপতির সংলাপ শেস হওয়ার সম্ভাবনা রয়েছে ।কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে । এর আগেই নতুন ইসি গঠনের কাজ সম্পন্ন হবে ।
উল্লেখ্য, ২০শে ডিসেম্বর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির অংগ্রহনের মধ্যে দিয়ে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয় ।