বিশেষ প্রতিনিধি মঞ্জুর আহমেদঃ
নাহরিন চৌধুরী এ প্রজন্মের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার । ফ্যাশন ডিজাইনিং এর পাশাপাশি বহুমাত্রিক পেশার ক্যারিয়ার নিয়ে এগিয়ে গিয়েছেন সমানতালে। কর্পোরেট পেশায় যুক্ত থাকার পাশাপশি তিনি শিক্ষকতাও করছেন। একই সঙ্গে বহুমাত্রিক কাজে নিজেকে যুক্ত করেছেন।
তার স্বীকৃতি হিসেবে পেয়েছেন বিভিন্ন পুরস্কারও। এখন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষের কর্ম ব্যবস্থা তৈরীতে মনোযোগী হতে চান এ ফ্যাশন ডিজাইনার। ভবিষ্যতে ভিন্নধারায় নিজে কিছু কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
নতুনদের কাছে থেকে আরও নতুন নতুন জিনিসও শিখছেন। সব মিলিয়ে তিনি জানান, জানার বা শিখার যেমন কোন বয়স নেই ঠিক তেমনই শিখারও কোন শেষও নেই।
তিনি আরো জানান, এখন আমি চিন্তা করছি নিজে কিছু করার, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও কিছু মানুষের কর্ম ব্যবস্থা তৈরী করার, ডিজাইন নিয়ে পড়াশুনা করে যে একজন ডিজাইনারকে শুধু ডিজাইন নিয়েই কাজ করতে হবে, এই ধারণাটা একটু বদলাতে চান। একজন ডিজাইনের ডিজাইনিং নিয়ে যখন পড়াশুনা করে তাকে কিন্তু আরো অনেক বিষয়ও খুব ভালো করে পড়তে হয়, গতানুগতিক কোন কিছু করতে তিনি কখনোই আগ্রহ পাইনি, তাই ভিন্ন ধারার কিছু করতে চান।
এ ধরনের আরো সংবাদ
এ দেশে হত্যার রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে আমাদের আরেকটা যুদ্ধ করতে হবে: বাহাউদ্দিন নাছিম।
রাজপথে বিএনপিকে মোকাবিলা করতে যুবলীগই যথেষ্ট শেখ পরশ।
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ঢাকায় শাবিপ্রবির পাঁচ শিক্ষক
বিদেশে সার কারখানা নির্মান করতে পারবে দেশী উদ্যেক্তরা -প্রধানমন্ত্রী।


