২০০১ সালে নির্বাচন-পরবর্তী সংখ্যালঘু নির্যাতন
সাহাবুদ্দিন কমিশনের সেই সুপারিশ বাস্তবায়নের দাবি – পঙ্কজ নাথের
স্বদেশ বাংলা ডেস্কঃ
বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেছেন, ২০০১ সালের সংসদ নির্বাচনের পর বিএনপি-জামায়াতের লোকেরা সারা দেশে সংখ্যালঘুদের ওপর নির্বিচারে অত্যাচার-নির্যাতন চালায়।
মানুষ হত্যা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলো তদন্তে যে কমিটি হয়েছিল, সেটির প্রধান ছিলেন বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে সাহাবুদ্দিন কমিশনের সেই সুপারিশসমূহ আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সেসব সুপারিশ বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানান তিনি। গতকাল সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। পঙ্কজ নাথের আগে বক্তব্যের জন্য সময় (১০ মিনিট) কম দেওয়ায় সংসদ কার্যক্রম থেকে নিজেকে ১০ মিনিটের জন্য বিরত রাখেন টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।
পরে এ বিষয়ে পঙ্কজ নাথ তার বক্তব্যে বলেন, ‘আমরা এই শিবির (স্বতন্ত্র) থেকে যত বেশি কথা বলব, তত বেশি সংসদ কার্যকর হবে। সময় একটু বেশি দিলে…. লতিফ সিদ্দিকী সাহেব অভিমান করেছেন, তিনি করতেই পারেন, সিনিয়র, মুক্তিযোদ্ধা। ১৫ মিনিট সময় দিলে আবারও বলবেন। আমার অনুরোধ থাকবে, ১৫ মিনিট সময় দিয়ে তাকে যেন কথা বলার সুযোগ দেওয়া হয়।