রাজশাহী বিভাগীয় চীফ এম এ সৈয়দ তন্ময় :
বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রায় চারশত হেক্টর জমির ধান তলিয়ে গেছে। গত কয়েকদিনে চলনবিলে পানি বৃদ্ধি পাওয়ায় তাড়াশ উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় রোপা আমন, বোনা আমন ও বীজ তলা পানির নিচে তলিয়ে গিয়েছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তারা।
উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা যায়, গত কয়েকদিেেন যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চলনবিল এলাকার তাড়াশ উপজেলার তালম, বারুহাস, নওগাঁ ও তাড়াশ সদর ইউনিয়নের ২২৫ হেক্টর রোপা আমন ধান পানিতে তলিয়ে যায়। অপর দিকে সগুনা, মাগুড়া বিনোদ ও তাড়াশ সদর ইউনিয়নের ১৫০ হেক্টর বোনা আমন ধান তলিয়ে যায়। তাছাড়া এ উপজেলায় এখন পর্যন্ত প্রায় ১০ হেক্টর জমির বীজতলা ডুবে গিয়েছে।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তাড়াশ উপজেলায় বন্যার পানিতে প্রায় চারশত হেক্টর জমির রোপা আমান, বোনা আমন ও বীজতলা পানির নিচে ডুবে নষ্ট হয়ে গিয়েছে। আর প্রতিনিয়িত এভাবে পানি বৃদ্ধির হতে থাকলে আরো ক্ষতি হবে বলে আশংকা করা হচ্ছে।
বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় তাড়াশে চারশত হেক্টর জমির ধান তলিয়ে গেছে

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।