অভি পাল,মহানগর প্রতিনিধি,চট্টগ্রাম
কেবল নিজের স্বার্থরক্ষাই মানব জীবনের লক্ষ্য নয়। পরস্পর পরস্পরের কল্যাণে ও উপকারের মাধ্যমেই গড়ে উঠেছে মানব সভ্যতা। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতাই মানব জাতির সমাজ বন্ধনের ভিত্তি।আর এই বন্ধন দৃঢ় করার জন্য সমাজে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে একাধিক সেচ্ছাসেবী সংগঠন।
সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে” মূলত এই উদ্যেশ্য কে সামনে রেখেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই স্বেচ্ছাসেবী সংঘটন গুলো গঠিত হয়। আর এই উদ্যেশ্যকেই বাস্তবায়িত করে আসছে
পথের ফুল গ্রুপ ও
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটস সংযুক্ত আরব আমিরাত রাস আল খাইমাহ প্রাদেশিক শাখা ও শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির রাস আল খাইমাহ।
১৮ ফেব্রুয়ারি শুক্রবার নগরীর চট্টগ্রাম মেডিকেল হসপিটালে ,চকরিয়া মালুমঘাটা হিন্দু সম্প্রদায়ের একই পরিবারের ৫জন সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের রক্তিম শীলের চিকিৎসার জন্য পথের ফুল গ্রুপের পক্ষ থেকে ১০০০০ টাকা এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সংযুক্ত আরব আমিরাত রাস আল খাইমাহ প্রাদেশিক শাখা ও শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির রাস আল খাইমাহের পক্ষ থেকে ৩৩১৩০ টাকা প্রদান করা হয়।
এ সময় সময় উপস্হিত ছিলেন পথের ফুল গ্রুপের উপদেষ্টা রনজিত কুমার দাশ ও পথের ফুল গ্র গ্রুপের এডমিন সুজন আচার্য্য।
আরো উপস্হিত ছিলেন পথের ফুল গ্রুপের স ডাইরেক্টর রাসেল দাশ,প্রীতম চৌধুরী, অনজয় শীল,রিতা মিএ, সোনিয়া সরকার।.